প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
মিরপুরে বাসে আগুন, আতঙ্কিত স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক জাগরণ ড়িডি ॥
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে কয়েকজন এসে হঠাৎ ‘শতাব্দী পরিবহন’-এর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছুটোছুটি করতে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো. রিপন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে সকালেই রাজধানীর উত্তরায় জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটের কারণে মাইক্রোবাসে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।”
তিনি আরও বলেন, “ত্রুটিপূর্ণ ইঞ্জিন বা শর্টসার্কিট থেকেও আগুনের উৎপত্তি হতে পারে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।”
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, “এটি কোনো নাশকতার ঘটনা নয়, ইঞ্জিন ত্রুটির কারণে আগুন লাগে। চালক দ্রুত গাড়ি থামিয়ে নিরাপদে সরে যান।”
অন্যদিকে মিরপুরের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আগুনের উৎস ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫